সারাদেশে নারী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ হওয়াই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

সারাদেশে নারী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার:সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ হওয়াই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, ফরিদ হোসেন,রাকিবসহ আরো অনেকই।

এ সময় বক্তারা বলেন,সাম্প্রতিক সময়ে হঠাৎ করে দেশে শিশু ও নারী ধর্ষণ, হত্যা, নিপিড়ন ও নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। ধর্ষণের ঘটনার সঙ্গে সঙ্গে নারী ও শিশুর ওপর পাশবিকতায় বাকরুদ্ধ হয়ে পড়ছে সমাজের সর্বস্তরের মানুষ। একই সঙ্গে পুরো জাতি যেন কয়েকদিনের ঘটনায় স্তব্ধ।

ধর্ষণের বিরুদ্ধে বিশেষ টাইব্যুনাল করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বতী সরকারকে বলতে চাই স্বৈরাচার শেখহাসিনা দেশছাড়া করতে ৩৬ দিন সময় লেগেছে আপনাদেরকে সরাইতে ৩৬ মিনিট সময় লাগবে না ছাত্র সমাজ জেগে গেলে তাদের থামিয়ে রাখতে পারবেন না। তা-ই সময় থাকতে আইন করে ধর্ষকের শাস্তি মৃত্যু দন্ড অথবা যাবজ্জীবন জেল দিতে হবে।